সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

হাতীবান্ধায় ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

হাতীবান্ধায় ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে বিএনপি’র কার্যালয় ভাঙচুর মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামের ইছামুল হকের ছেলে ওই ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জাহেদুল ইসলাম (৩০), উপজেলা পরিষদের সাবেকে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু (৪৫) ও টংভাঙ্গা এলাকার ওমর আলীর ছেলে যুবলীগ কর্মী সফিকুল ইসলাম (৫৫)।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাঙচুরের ঘটনায় আদালতে ৫৪ জনের নামসহ অজ্ঞাত দুই/আড়াইশ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল। পরে আদালতের নির্দেশে ২৬ সেপ্টেম্বর সদর থানায় সেই মামলাটি নথিভুক্ত করা হয়।

এ মামলায় অজ্ঞাতদের তালিকার অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও সফিকুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার এ মামলায় এজাহার নামিয় ৫৪ জন আসামীর মধ্যে এই প্রথম অজ্ঞাত ৩জনকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাঙচুরের মামলায় এই প্রথম ৩জন আসামীকে গ্রেপ্তার করলো হাতীবান্ধা থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com