রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন

হাতিরঝিলের নকশাবহিভূর্ত স্থাপনা ৭ দিনের মধ্যে সরানোর নিদের্শ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশাবহিভূর্ত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণ করতে নিদের্শ দিয়েছে হাইকোটর্। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোটর্ বেঞ্চ সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। ‘নিষ্ক্রিয় ভ‚মিকায় রাউজক’ শিরোনামে ১ আগস্ট একটি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় নিদের্শনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল অমিত তালুকদার। আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরশেদ বলেন, নকশাবহিভূর্তভাবে ওই প্রকল্পে কোনো স্থাপনা যাতে কেউ নিমার্ণ করতে না পারে, সে জন্য প্রতিনিয়ত তদারকি করার নিদের্শ দিয়েছে হাইকোটর্। এছাড়া ওই প্রকল্পের লে-আউটবহিভূর্ত স্থাপনা সাত দিনের মধ্যে ভেঙে অপসারণ করতে নিদের্শ দিয়েছেন হাইকোটর্। রাজউক চেয়ারম্যান, ওই প্রকল্পের পরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কমর্কতার্র (ওসি) প্রতি এ নিদের্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিদের্শনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রুলে ওই প্রকল্পের নকশাবহিভূর্ত স্থাপনা নিমার্ণ বন্ধে কেন নিদের্শনা দেয়া হবে না এবং লে-আউট প্ল্যান অনুসারে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প রক্ষায় কেন নিদের্শ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com