শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

হলিউড একটা বিশাল পতিতালয়: কেনি ওয়েস্ট

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট। সম্প্রতি হলিউড ও নিজের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করেন কেনি ওয়েস্ট। যদিও পরবর্তী সময়ে তা মুছে ফেলেন। স্ত্রী কিম কার্দাশিয়ান ও তার পরিবারের উদ্দেশ্যে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার সন্তানদের ভালো-মন্দের চিন্তা আপনাদের করতে হবে না এবং তাদের স্কুলে যাওয়া নিয়েও। তারা কোনো প্লেবয় ম্যাগাজিনের ফটোশুট বা সেক্স টেপ করবে না। তোমার ক্লিনটন বন্ধুকে আসতে বলো। আমি এখানেই আছি।’

হলিউড ও নিজের পর্নো আসক্তির বিষয়টি উল্লেখ করে কেনি ওয়েস্ট লেখেন, ‘হলিউড একটা বিশাল পতিতালয়। পর্নোগ্রাফি আমার পরিবার ধ্বংস করেছে। আমি এটিতে আসক্ত ছিলাম। ইনস্টগ্রাম এটি প্রচার করে। আমার দুই মেয়ে নর্থ ও শিকাগোর ক্ষেত্রে তা হতে দিবো না।’

কেনি ওয়েস্টের এই কাণ্ডের পর তা বন্ধ করার জন্য মেসেজ পাঠান স্ত্রী কিম কার্দাশিয়ান। সেই মেসেজের স্ক্রিনশট পোস্ট করে কেনি ওয়েস্ট লেখেন, ‘না, আমাদের সামনাসামনি কথা বলা প্রয়োজন।’

কেনি ওয়েস্টের সঙ্গে কিম কার্দাশিয়ানের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তাদের চার সন্তান— নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্যাম। গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com