মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

সড়কে নিরাপত্তা নিশ্চিতে বসছে ১২ লেনের ভিআইসি

স্টাফ রিপোর্টারঃ সড়কে নিরাপত্তা নিশ্চিতে ১২ লেনবিশিষ্ট ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই প্রকল্পে সরকারের খরচ হবে ১০৫ কোটি ২২ লাখ ৯৪ হাজার টাকা।

বিআরটিএ-সূত্রে জানা গেছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে মোটরযানের ফিটনেস পরীক্ষার উদ্দেশ্যে ভিআইসি বসাবে বেসরকারি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের সময় শেষে বিআরটিএ-এর কাছে হস্তান্তর করবে তারা।

পরীক্ষামূলকভাবে ঢাকা মেট্রো-১, মিরপুর সার্কেল অফিসে ভিআইসি স্থাপনের উদ্যোগ নেয় বিআরটিএ। তবে, বিআরটিএ-এর মিরপুর কম্পাউন্ডে জায়গা না থাকায় অফিস সংলগ্ন ১২ হাজার ৭৫ বর্গফুট জায়গা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে নেওয়া হয়েছে।

ভিআইসির ড্রয়িং, ডিজাইন ও নির্মাণ কাজ তদারকির জন্য ২০১৮ সালের ২৭ ডিসেম্বর পরামর্শক প্রতিষ্ঠান ডেক্সিটিরাস কনসালট্যান্টস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিআরটিএ। চুক্তির মেয়াদ ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত। পরামর্শক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ড্রয়িং ও ডিজাইন জমা দিয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার আবু নাসের টিপু বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে যানবাহনের ফিটনেস পরীক্ষাসহ বিভিন্ন তদারকি সহজে সম্পন্ন হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com