মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি, একুশের কন্ঠ : বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী পঞ্চগড় সার্কিট হাউস হলরুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজনে পঞ্চগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) একেএম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।
এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল পারভেজ, গবেষণা কর্মকর্তা ফাইম সিদ্দিকী, সহকারী গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নাহিদ নাজ ও উপ-পরিচালক (প্রশাসন) সোহেল রানা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট সিটিজেন, স্মাট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি গঠনে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ে বিষদ আলোচনা করেন।
এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রাম আব্দুস সালাম কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।