বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

স্বার্থক জন্ম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেনো হাসে?

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে॥ ‘স্বার্থক জন্ম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেনো হাসে’ এমন স্লোগানে মুখরিত নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের মুখে মুখে। বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ও নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহন খানের পদত্যাগের দাবীতে নারায়নগঞ্জে অসহায় পুলিশের সামনে দূর্দান্ত দাপটে আন্দোলকারী ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে রাখে। এসময় অনেক গাড়ির চালককে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (১ আগষ্ট) সকাল ৬ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পুলিশের সামনে চাষাড়ার গোল চত্বর এলাকায় শত-শত ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ রাখে।

এসময় আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা ৯ দফা দাবী জানান। আন্দোলনের সময় অবরোধকারীদের মুখে মুখে উচ্চারিত হয় ‘উই ওয়ান্ট জাস্টিজ’। একই সাথে নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগও দাবী করেন তারা। ওই দাবীর সাথে একত্বতা প্রকাশ করেছেন সকল ছাত্র-ছাত্রীরা। আন্দোলনে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, ডা. এাহবুবুর রহমান মোল্লা কলেজসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

আন্দোলনে ৯ দফা দাবীগুলো হলো, নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ, নিরাপদ সড়ক চাই, ৯ টাকায় ১ জিবি নয়, পড়তে এসেছি মরতে নয়, স্বার্থক জন্ম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেনো হাসে। এসব প্লেকার্ডসহ রাস্তায় দাঁড়িয়ে থাকে আন্দোলনকারীরা। শহরের গোল চত্বর এলাকায় কোন রকম গাড়ি চলাচল করতে পারেনি। সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পরে সাধারন মানুষ।

আন্দোলনরত ছাত্রীরা জানায়, আমাদের সহকর্মি নিহত হয়েছে। তারা তাদের ভাই-বন্ধুকে হারিয়েছে। তাদের পরিবারের জীবনেরও সংশয় রয়েছে। শান্তিপূর্ন ভাবে আন্দোলন করা হবে, কোন বিশৃঙ্খলা বা ভাংচুর হবে না।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে রাস্তা অবরোধ করে রেখেছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সচল করার চেষ্টা চলছে। উপরের নির্দেশ পেলে ব্যবস্থা নেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com