রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহবান জানালেন নির্বাচন কমিশনার

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ।।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপ অনুষ্ঠিত হতে যাচ্চে ৮ মে। স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর হোসেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোটারদের প্রতি আহবান জানিয়ে একথা বলেন নির্বাচন কমিশনার।

এর আগে রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো: আলমগীর হোসেন। এসময় আরও ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ অনন্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com