সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক সভা করেছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট৷ রোববার(২৫ মে) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় একটি হোটেলের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

পলিসি ইনক্লুয়েন্স গ্রুপ( পিআইজি) ওরিয়েন্টেশন এই কর্মসূচির ‘স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ’ রোড সেফটি এই প্রকল্পের উদ্যোগ নেয়৷

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ। এসময় তাঁরা সড়কের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন৷

শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, রাজধানী ঢাকা শহরসহ সারাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে৷ আহত নিহতও হচ্ছে অনেকেই। তবে পথচারী যখন চলাচল করে তাদের আরও বেশি সচেতন হতে হবে৷

তারা আরও বলেন, পথচারীদের পাশাপাশি গাড়ি চালকদেরও বেশি সতর্ক থাকতে হবে গাড়ি চালানোর সময়৷ আমরা লক্ষ্য করি সঠিক লেন ব্যবহার না করে উল্টো পাশ দিয়ে অনেক গাড়ি চলাচল করে৷ এসব ভুলের কারনে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে৷

শিক্ষার্থীরা বক্তব্য আরও বলেন, যেখানে সেখানে গাড়ি থামিয়ে দেয় চালকরা৷ ফলে পথচারী বা অন্য গাড়ি চালকরা গাড়ি নিয়ে যাতায়াতের সময় বিরক্তবোধ করে৷ আমরা স্কুল ছুটির পর প্রায় সময়ই দেখি ঢাকায় অনেক সড়কে বাস নিদিষ্ট স্থানে না থেমে মাঝ রাস্তা দখল করে থেমে যাত্রী উঠানামা করছেন৷ এসব কারনে যেমন যাত্রীদের ঝুঁকি রয়েছে, তেমনি সড়কে থাকা পথচারীসহ অন্যসব গাড়ি চালকরাও ঝুঁকি নিয়ে চলাচল করেন৷

সরকারের উদ্দেশ্য শিক্ষার্থী ও উপস্থিতি অন্যান্য পেশাজীবি ব্যক্তিরা বলেন, ঢাকা শহরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে৷ যেসব স্থানে ট্রাফিক সংকেত রয়েছে সেসব স্থানে আধুনিক স্থাপনা ও সংকেত চিহৃ ব্যবহার করা প্রয়োজন৷ এছাড়া সিটি করপোরেশন এলাকায় যেসব যাত্রী ছাউনি রয়েছে সেগুলো যেন সঠিক ব্যবহার হয় এবং নিদিষ্ট স্থানে বাস থামিয়ে যাত্রী উঠানামা করা হয় সেদিকে সরকারের পক্ষ থেকে বেশি নজরদারি রাখতে হবে৷

তারা আরও বলেন, পুলিশ বক্সের পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলা ও সড়কের নিয়মশৃঙ্খলা দেখাশোনার জন্য সিসি ক্যামেরা ব্যবহারে আরও বেশি জোর দিতে হবে৷ এমনকি ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা করতে হবে এবং সরকারের আইনকানুন মেনে চলতে হবে চালক পথচারীদের।

অতিথিরা বক্তব্যে আরও বলেন,রাজধানী শহরসহ সারাদেশে বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে৷ এসব ফিটনেসবিহীন গাড়ি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ সদস্যদের আরও জোরালো ভূমিকা পালন করে আইনী পদক্ষেপ গ্রহন করতে হবে৷ এসব ফিটনেসবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনার জন্য বড় কারন হয়ে দাঁড়ায়।

এসময় রোড সেফটি ও স্টেপস টুয়ার্ডসের সদস্যরা উপস্থিত ছিলেন৷ তাঁরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের উপর সচেতনতামূলক কার্যক্রম নিয়ে বক্তব্যে তুলে ধরেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com