বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সৌদিতে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বিবৃতির কথা উল্লেখ করে গালফ নিউজের সংবাদে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ৮ হাজার ৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরব জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। বৈধ অভিবাসীর পাশাপাশি বহু অবৈধ অভিবাসীও দেশটিতে অবস্থান করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১০ হাজার ৭৪৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৩৬২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৭৫৫ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা।

এর মধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন এক হাজার ৫০৭ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৩ শতাংশ, ইথিওপিয়ান ৬৫ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ১৩ হাজার ৩৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৮৭৪ জন পুরুষ এবং এক হাজার ৪৮৮ জন নারী।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com