বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর সেভেন মার্ডারের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে নিহতদের স্বজন ও এলাকাবাসি অন্তর্বর্তী সরকার প্রধান ও বিচার বিভাগের কাছে হত্যাকারীদের বিচারের আবেদন করেন।
এ সময় বক্তব্য রাখেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার নুপুরসহ নিহতের স্বজনেরা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ মোট সাতজন গুম হন। গুম হবার ৩ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ভিকটিম চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি হত্যা মামলা দায়ের করেন। যার বিচারিক প্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান রয়েছে।
এর আগে হাইকোর্ট নিম্ন আদালতের দেয়া আসামিদের ফাঁসির রায় বহাল রাখে। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে সারা দেশ জুড়ে আলোচিত সাত খুনের মামলা।