বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
মো:সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় মামলা দায়েরের পর বাসচালক খোকন মিয়াকে (৫৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের চাঁদপুর কোর্ট এলাকা থেকে বাসচালককে গ্রেফতার করা হয়। বাসচালক খোকন মিয়া একই জেলার কোর্ট চাঁদপুর এলাকার রেলস্টেশন পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার ঘাতক বাস চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের তেতুলতল এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহত হন। ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে যান। পরে সেই দিন রাতে অজ্ঞাত বাস চালককে একমাত্র আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।