শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রবিবার বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।

আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর। তারা সবাই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনার বাংলার ট্রেনের সঙ্গে পুলিশের টহল ভ্যানের এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় পুলিশের তিন সদস্যকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com