শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:: সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন উমাইয়ার গাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাইকৃত ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
আযবাহার আলী জানান, জালালাবাদ-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে এসএমপি’র (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। ট্রাকগুলোতে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় আসামিরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।