শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

সিলেটে টিলার মাটি ধসে ৩ জন মাটির নিচে

তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি

সিলেট প্রতিনিধি:: সিলেট মহানগরের মেজরটিলার চামেলীবাগে টিলার মাটি ধসে একই পরিবারের তিন জন মাটির নিচে চাপা পড়েছে।

সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে। এর নিচে তিন জন আটকা পড়েছেন।

সিসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, এই বাসায় ২টি পরিবার থাকতো। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ছয় জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এসে এক পরিবারের তিন জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে। করিম নামের আরেক বাসিন্দা তার স্ত্রী, সন্তান নিয়ে চাপা পড়েছেন। বৃষ্টির কারণে উদ্ধার আভিযানে বেগ পেতে হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com