সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

সিলেটকে হারিয়ে প্লে-অফে তামিমের বরিশাল

সিলেটকে হারিয়ে প্লে-অফে তামিমের বরিশাল

স্পোর্টস ডেস্ক:: সিলেট স্ট্রাইকার্সকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি তারকাসমৃদ্ধ ফরচুন বরিশালের। রোববার সিলেটকে ১১৬ রানে গুটিয়ে ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। তাতে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত হয় দলটির।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের সবার ওপরে রংপুর। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরিশাল। তিন নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ১০। ১০ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সিলেটের সম্ভাবনা কাগজে-কলমে থাকলেও সেটি প্রায় অসম্ভব। চতুর্থ স্থানের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সিলেটের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে শুরুটা স্বস্তিকর হয়নি বরিশালের। ৭ বলে ৬ রান করে নাহিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। দলটির ইংলিশ তারকা ডেভিড ম্যালানও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ৯ রান করেই সুমন খানের বলে বিদায় নেন তিনি।

৩৯ রানের মধ্যে ২ উইকেট হারানো বরিশালের আর কোনো বিপদ ঘটতে দেননি তামিম ও মুশফিক। দুজনের অনবদ্য ৮১ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রান করে।

এর আগে ব্যাট করতে নেমে চেনা বিপর্যয়ে পড়ে সিলেন। পাওয়ার-প্লে’র ৬ ওভারে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি, পঞ্চাশের আগেই হারায় পঞ্চম উইকেট। তারকাহীন দলটিতে ষষ্ঠ উইকেটে আহসান ভাটির সঙ্গে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন জাকের আলী। আহসানের ২৯ বলে ২৮ ও জাকেরের ১৯ বলে ২৪ রানেই ১১৬ রান করতে পারে সিলেট। বরিশালের হয়ে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ফাহিম আশরাফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com