সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান ও সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বারাকান্দি পশ্চিম পাড়া ও কাদাই বনবাড়ীয়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে সদর থানার চর বনবাড়ীয়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে গোলজার হোসেন (৪০), কাদাই গ্রামের আব্দুল শেখ এর ছেলে খোকন শেখ(৩৮) ও দুখিয়াবাড়ী গ্রামের সুবের আলী প্রামাণিক এর ছেলে আব্দুল আলিম (৩৮)কে ১০৫ পিচ ইয়াবা, ৫টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩শ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র‌্যাব কর্তৃক মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com