বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

সিংড়া আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এর আগে ৮ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার তাকে ছাড়াই কমিটি ঘোষণা হয়।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কোর্ট মাঠে সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে নির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঞ্চালনায় সম্মেলনে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। নৌকার ‘বিদ্রোহী’ হওয়া যাবে না। মনে রাখতে হবে, এই নির্বাচনই শেষ নির্বাচন না। নৌকার ‘বিদ্রোহী’দের তালিকা তৈরি করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকসহ অনেকে।

সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তারা জানান, ৭১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বাকিদের অন্তর্ভুক্ত করা হবে। যারা নৌকার পক্ষে কাজ করবেন, তাদের মধ্য থেকেই বাকি পদগুলো পূরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com