রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

‘সিংহাম’ এগেইনে লেডি সিংহামের চরিত্রে দীপিকা

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: সিংহাম ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে আসছেন রোহিত শেট্টি। সিংহাম ইউনিভার্সের ছবিগুলো এতদিন পর্দায় যে ম্যাজিক তৈরি করেছে সেটাই আরও একবার ফেরাতে চলেছেন তিনি। কিন্তু এবার পাওয়া গেল একটি দুর্দান্ত চমক!

অজয় দেবগন ছাড়াও এই ছবিতে যে দীপিকা পাডুকোন থাকবেন সেটা তো সবারই জানা। তিনি লেডি সিংহামের চরিত্রে অভিনয় করবেন। এমনই এতদিন এই ছবিটা নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা ছিল, এবার যে খবর জানা গেল তাতে যেন সেটা আরও কয়েক গুণ বেড়ে গেল।

চেন্নাই এক্সপ্রেস, সূর্যবংশী, গোলমাল ৩, সহ একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন যে পরিচালক, সেই রোহিত শেট্টি গত বছর সিংহাম এগেইন ছবিটির কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন তাঁর এই ছবিতে লেডি সিংহামের চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন।

বলিউড হাঙ্গামার রিপোর্টে জানানো হয়েছে রোহিত শেট্টির সিংহাম এগেইনে লেডি সিংহামের চরিত্রে দীপিকা অভিনয় তো করছেনই সঙ্গে এখানে তাঁকে অজয়ের বোনের চরিত্রে দেখা যাবে। অর্থাৎ তিনি এই ছবিতে পুরোদমে অ্যাকশন নায়িকা হিসেবে ধরা দেবেন। অন্যদিকে তাঁর সঙ্গে টাইগার শ্রফকেও দেখা যাবে। তবে টাইগার থাকবেন ক্যামিও চরিত্রে।

রোহিত শেট্টির এই ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে ২০২৪ এর আগস্টে আসবে এই ছবি।

বর্তমানে দীপিকা হৃতিক এবং টাইগারের সঙ্গে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ফাইটারের শুটিং করছেন। এই ছবিটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। এছাড়া দীপিকাকে আগামীতে অমিতাভ বচ্চনের সঙ্গে নাগ অশ্বিন পরিচালিত ছবি ২৮৯৮ এডি-তেও দেখা যাবে। সেখানে প্রভাস, দিশা পাটানি, কমল হাসান প্রমুখ থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com