বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

সিংড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, এএসপিসহ আহত ৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি : বিএনপির ভোট বর্জন লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে নাটোরের সহকারী পুলিশ সুপার (সিংড়া) সার্কেল আকতারুজ্জামান ও থানার এসআই আব্দুর রহিমসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এতে পুলিশের গাড়িসহ ৮টি গাড়ি ও সিংড়া ফিলিং স্টেশন ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এই ঘটনার সময় ঘটনাস্থল থেকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে বিএনপি নেতা দাউদার মাহমুদের কার্যালয় ও সিংড়া ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com