শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সালথায় ভেজাল তেল তৈরির কারখানায় পুলিশের অভিযান, মালিক আটক

মজিবুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি ।।

ফরিদপুরের সালথায় ভেজাল তেল তৈরির কারখানায় পুলিশ অভিযান চালিয়েছে। এসময় ওই কারখানার মালিক জামাল মাতুব্বর কে আটক করেছে সালথা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা মৃত’ মালেক মাতুব্বরের ছেলে জামাল মাতুব্বর ঠেনঠেনিয়া বাজারে ভেজাল তেল তৈরি করে তা বাজারজাত করে বিক্রি করে আসছিল।

সেই খবর পুলিশের কাছে আসলে সহকারী পুলিশ সুপার সালথা – নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করে। পুলিশের এই কর্মকর্তা জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত পাম্পতেল বা নিম্নমানের তেল দিয়ে কেমিকেলাইস্ট করে বোতলজাত করে মোড়ক লাগিয়ে,ইচ্ছামতো মেয়াদ উত্তীর্ণের তারিখ বসিয়ে ভোক্তাদের ঠকিয়ে পিওর সয়াবিন বলে বিক্রি করে আসছিলেন
বাজারে।

সেই সাথে নিম্নমানের পোলাওর চালও প্যাকেটজাত করে বিক্রি করেন তিনি, ডিটারজেন্ট পাউডারেরও মোড়ক জব্দ করা হয় তার কাছ থেকে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো: ফায়েজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সালথা থানাধিন ঠেনঠেনিয়া বাজারে ভেজাল তেল তৈরি করে বাজারজাত করেছে।

ওই জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই, পরে কারখানায় থাকা কারখানার মালিক জামাল মাতুব্বর কে আটক করি। পরবর্তী আইনগত পক্রিয়া চলমান রয়েছে, তিনি বলেন, নিম্নমানের মাম্প তেলের তিন ব্রেল, ও ছোট বড় কয়েকটি কাটুন বোতলজাত তেল, এবং ভেজাল ডিটারজেন্ট পাউডারের মোড়ক ও কয়েক কেজি নকল পোলাওর চাল জব্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com