বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

সারাদেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: “প্রাণীসম্পদে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়েছে। আমাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিচে দেওয়া হলো-

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ।

প্রাণিসম্পদ সাপ্তাহ ও প্রদর্শনীতে দেশী বিদেশী গবাদিপশু, বিভিন্ন পাখি, কবুতর, হাঁস মুরগী, ঘাস সহ ৫০ টি স্টল প্রদর্শনী করা হয়।

এসময় সফল ৮জন খামারীকে মিল্কী মেশিন দেওয়া হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে মহারাণী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণি সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজওয়ানুর হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ হাঁড়ি প্রমুখ। পরে প্রদর্শনীতে অংশ নেয়া ৫০টি স্টলের মধ্যে ১২জনকে বিশেষ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

 

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ফরিদপুর সদর ফরিদপুর ও ভেটেরিনিটি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মহিম স্কুলের মাঠে এর উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ।

এ সময় তিনি বিভিন্ন স্টল ‌পরিদর্শন করেন। এরপর আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও খামারি মালিক মোঃ আক্কাস হোসেন, ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী কামরুল হোসেন, প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মান্নান।

মেলায় ৩৯ টিস্টল অংশ নেয়। এছাড়া আটটি ক্যাটাগরিতে ‌মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার প্রদান করা হয়। ‌ এর মধ্যে চারটি প্রতিষ্ঠানকে ‌ চেক ও বাকিদের ও পুরস্কৃত করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন এই মেলা থেকে ভবিষ্যতে আরো ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে। এবং এখান থেকে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। বক্তারা বলেন, আগামীতে আরো বর্ধিত কলেবরে এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় ‌ বিভিন্ন ধরনের পশু, পাখি, পশু খাদ্যের দোকান। পশু খাদ্যের চিকিৎসার সরঞ্জামাদি সহ একাধিক প্রতিষ্ঠান ‌ও এনজিও সংস্থা ‌অংশগ্রহণ করে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কেন্দ্রিয় হাই স্কুল মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রাণীসম্পদে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ এ প্রতিপাদ্যের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ।

অনুষ্ঠানে গেষ্ঠ অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের। স্বাগত বক্তা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।

উল্লেখ্য, প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় এবার ৫০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ স্টলগুলি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com