শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
নাটোর প্রতিনিধি::
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করছেন নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ জামিন আবেদন না মুঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছেন।
দুপুরে নাটোর কারাগার থেকে দুলুকে কড়া নিরাপত্তার মধ্যে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় দুলুর আইনজীবীরা তার জামিনের আবেদন করে আদালতে। শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে দুলুকে গ্রফেতারের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
২০১৫ সালের ১ জানুয়ারী নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ-বিএনপির কর্মীদের সংঘর্ষে রাকিব ও রায়হান নামের দুইজন নিহত হয়। ওই সময় নিহত দুইজনকে দু’দলই তাদের কর্মী বলে দাবি করেছিলেন। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই মোহাম্মদ আঞ্জির বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপ-পরিদর্শক খালিদ বিন তারিক ২০১৮ সালে ১৮ ডিসেম্বর এই মামলায় শোন এ্যারেস্ট দেখিয়ে গ্রেফতারের জন্য অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
আদালত শুনানী শেষে এই হত্যা মামলায় দুলুর জামিন না মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।