বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক:: নগরীর ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেফতার চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও শাখায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রঘুনাথ।

তিনি বলেন, ডবলমুরিং থানার একটি মামলায় সাবেক এমপি এমএ লতিফের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com