মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

সাত খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাইদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জে’র আলোচিত সেই সাত খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনের ভাইদের বিরুদ্ধে এবার অসহায় মানবাধিকারকর্মি আবদুস সাত্তার মোল্লার জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে সাত্তার মোল্লা বলেন, আমার মালিকানাধীন সিদ্ধরগঞ্জ থানাধীন আটি মৌজাস্থ সিএস ও এসএ- ৫০৯ নং এবং আর এস- ১৩৭ ও ১৩৮ নং দাগের ১০.৩৮ শতাংশ পৈত্তিক ও ওয়ারিশ থেকে খরিদা সম্পত্তি ভোগ-দখল করে আসতেছি। কিন্তু সাত খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেন চেয়ারম্যানের ভাই নূর ইসলাম, নূর ছালাম ও ছোট ভাই নুরুজ্জামান জজের পরোক্ষ ও প্রতক্ষ্য ইন্দনে আব্দুল জলিল পিতা মৃত আব্দুল হামিদ, আলাউদ্দিন, মোছলেউদ্দিন আব্দুস সালাম সর্ব পিতা আব্দুল জলিল গংরা সেই জমি দখল করার পায়তারা করছে। উক্ত আসামীরা আমার সম্পত্তি জোরপূর্ব দখল করার জন্য আমার ছেলেদের মারধর ও দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তাদের দাবীকৃত টাকা না দিলে তারা বিভিন্ন সময় আমাদের বাড়ি ঘরে হামলাসহ মারধর করে। উক্ত ঘটনায় আদালতে গেলে বিচারক থানা পুলিশকে মামলা নেয়ার নির্দেশ দেন। পরে থানায় মামলা দায়ের (মামলা নং-২৮) করার পর অভিযুক্তদের মধ্যে থেকে আলাউদ্দিন ও মোসলেউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তারা জামিনে মুক্ত হয়ে এসে আমাদেরকে মিথ্যা মামলাসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী সাত্তার মোল্লার দাবী উল্লেখিত ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন যাতে কঠোর হস্তে তা দমন করেন এবং তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন স্ত্রী হাজেরা বেগম, ছোট ভাই আবদুল মান্নান, ছোট ভাইয়ের স্ত্রী তাছলিমা বেগম ও ছেলে সুমন মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com