রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ বিএনপির ১০ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে তাদের আটক করা হয়।

পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব। এছাড়া আটক করা হয়েছে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকেও।

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাশেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো কারণ ছাড়াই তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পৌর মেয়রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com