রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

সাতকানিয়ায় উচ্ছেদ অভিযান: সওজের ২ কোটি টাকার জমি পুনরুদ্ধার

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

সাতকানিয়ার বাজালিয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বাজালিয়া বাস ষ্টেশন এলাকায় বান্দরবান-কেরানীহাট সড়কে এ অভিযান চলে।

অভিযান পরিচালনা করেন সওজের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম। দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে প্রায় ৬৫ শতক জমি দখলমুক্ত করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা হবে বলে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

কেরানীহাট-বান্দরবান জাতীয় মহাসড়কটির যথাযথমান, প্রশস্ততা ও উচ্চতায় উন্নীতকরন প্রকল্পটি বিগত সনের একনেক সভায় অনুমোদন লাভ করে।
সম্প্রতি বিচারপতি নাঈমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সওজের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের উপর দেয়া স্থিতাবস্থা আদেশ প্রত্যাহার পূর্বক রুলের নিষ্পত্তি করেন। এতে সওজের জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক অবৈধ জবর দখলমুক্ত করার প্রতিবন্ধকতা সরে যায়। এর প্রেক্ষিতে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম, ষ্টেট কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী অংশ প্রু, চট্টগ্রাম ৩৪, ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেটের পক্ষ থেকে প্রকৌশলী মো. আরিফ, সার্জেন্ট নুরুল ইসলাম, সার্জেন্ট লতিফ রানা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com