বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

সাঙ্গু নদীর পাথরে ধাক্কা খেয়ে নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানের থানছি উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় নৌকা ডুবিতে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তার নাম নিজাম উদ্দিন (২৪)।

বুধবার সকালে পাথরের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে গেলে এ ঘটনা ঘটে। রেমাক্রী থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বেশ কয়েকজন কাঠ কাটার শ্রমিক থানছি সদরে আসছিলেন।

তিন্দুর ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা জানান, খরস্রোতা সাঙ্গু নদীতে শ্রমিকবোঝাই নৌকাটি প্রচণ্ডভাবে পাথরের সাথে ধাক্কা লাগলে সেটি উল্টে যায়। এ সময় অন্য শ্রমিকরা তীরে উঠতে পারলেও নিজাম উদ্দিন পাথরের নিচে অটকে যান। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে স্থানীয়রা কাজ করছে বলে জানান ঐ জনপ্রতিনিধি।

নিখোঁজ নিজাম উদ্দিন কাঠ কাটার শ্রমিকদের রান্না বান্নার কাজ করতেন বলে জানা গেছে। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার টৈটং এলাকার নুরুল হকের ছেলে।

উল্লেখ্য, সাঙ্গু নদীর বড় পাথর এলাকাটি অসংখ্য ছোট বড় পাথরে পরিপূর্ণ। এই জায়গাটিতে প্রচণ্ড স্রোতও রয়েছে। প্রায় সময়ই জায়গাটিতে দুর্ঘটনায় পড়ে নৌকাগুলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com