বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : হত্যা মামালার আসামি সাকিব আল হাসানকে প্রয়োজনে আইনী সহায়তা দেবে বলে জানিয়েছে বিসিবি । আর মামলা হলেই অতি উৎসাহী হয়ে কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল । সাকিবের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন আইন উপদেষ্টা ।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন ।
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা না হয় ।’
তিনি বলেন, ‘মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার হবে না । আমি আশা করি সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না । সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিস্পত্তি করা হবে ।’