রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শেষ হয়েছে। তবে লীগ শেষ হবার আগেই অনেক ফুটবলার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা, মানে নতুন ক্লাব। নতুন মৌসুমের দলবদলের বাজারে সবচেয়ে বড় নামটি হচ্ছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল, তারকা মিডফিল্ডার জামাল ভুঁইয়া, যিনি এবার খেলেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে।
বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়াকে দলে নিতে পারে শেখ রাসেল। এবারের দলবদলের বাজারে বড় নাম শেখ রাসেল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গোছানোর চেষ্টায় রয়েছে তারা। এবারের দলে অনেক পরিবর্তন আসতে পারে শেখ রাসেলে এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে।
এবার দলবদলে সবচেয়ে বেশি মুশকিলে পড়তে যাচ্ছে সাইফ। কেননা দলটির সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াসহ গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার সাইফ ছেড়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে কথাবার্তা পাকা করেছেন বলে একটি সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, এবারের দলবদলে সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন জামাল ভুঁইয়া। তার পারিশ্রমিক হবে প্রায় এক কোটি টাকা! রাসেলের সঙ্গে এ নিয়ে তার কথাবার্তাও পাকা হয়ে গেছে।
এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের ডাগআউটে দেখা যেতে পারে মোহামেডান থেকে পদত্যাগ করা অস্ট্রেলিয়ার শন লেন এবং সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির মধ্যে যেকোন একজনকে। এছাড়াও অন্য কোনও বিদেশি কোচও আনতে পারে শেখ রাসেল।