বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিক জয় মহন্তের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি::

সাংবাদিক জয় মহন্ত অলকের মিথ্যা মামলা প্রত্যাহারে জার্নালআই এর মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জার্নালআই২৪ ডট কম এর বার্তা সম্পাদক জয় মহন্ত অলকের বিরুদ্ধে পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায় দুটি মিথ্যা মামলার প্রত্যাহার এবং বাদী-সাক্ষীদের আইনের আওতায় আনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোবিন্দনগর মন্দির পাড়া জার্নালআই এর নিজস্ব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জার্নালআই এর প্রকাশক স্বপন দাস, ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ সাংবাদিক ও স্থানীয় মানুষ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাদী-সাক্ষীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান। সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com