বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে খন্দকার আবু আশফাকের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
সোমবার(৩১ মার্চ) বিকেলে ঈদের দিন তাঁর নিজ বাড়ি কলাকোপায় খন্দকার আবু আশফাক ও উপস্থিত সাংবাদিকরা কুশল বিনিময়ের পর ঈদ শুভেচ্ছা জানান৷
এসময় শুভেচ্ছা বিনিময় করেন- প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি আজহারুল হক, একুশের কণ্ঠের সম্পাদক আলম হোসেন, মোহনা টিভির প্রতিনিধি খালিদ হোসেন সুমন মৃধা, কালের কণ্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ফিরোজ হোসাইন, একুশের কণ্ঠের ঢাকা দক্ষিণের প্রতিনিধি আবুল হাশেম ফকির, আমাদের সময়ের প্রতিনিধি নাজমুল হোসেন, বাংলা টিভির আব্দুর রব বাবু।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন৷ যে কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সংবাদ লিখুন ৷ মাটি লুট,দখল ও চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এসবের বিরুদ্ধে  আপনারা সোচ্চার হয়ে প্রতিবেদন করুন।
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, যে কোন ঘটনায় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে আপনারা প্রতিবেদন করবেন এটাই আমি আশাবাদী। এমনকি কেউ আমাদের দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে সেটাও আপনারা লিখবেন৷ আমি কখনও আপনাদের হস্তক্ষেপ করবো না৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দপ্তর সম্পাদক খন্দকার আরশীন মাহমুদ প্রমুখ।
অন্যদিকে একই দিন রাতে সাংবাদিক সালাউদ্দিন বাচ্চুকে(অসুস্থ) বাগমারা তার নিজ বাড়িতে দেখতে যান খন্দকার আবু আশফাক। পাশাপাশি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com