বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্যরাতে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে স্বাধীন মিয়া (২৫) প্রায় ৬ বছর ধরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার (১৫মার্চ) সকালে পথচারীরা ব্রীজের নিচে স্বাধীন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করে। জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।