রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার লামার এসআই (নিঃ) আয়াত উল্লাহ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবান পার্বত্য জেলার লামা থানার এসআই (নিঃ) আয়াত উল্লাহ বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরষ্কার পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম বিভাগে আগস্ট-২০১৯ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে, কমিউনিটি পুলিশিং এ উল্লেখযোগ্য অবদান রাখায় এসআই আয়াত উল্লাহ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন।

এ সময় রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম (বার))মহোদয়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার মহোদয়ের উপস্থিতিতে এই সম্মামনা পুরষ্কার স্বরুপ এস আই আয়াত উল্লার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ বিষয়ে এসআই আয়াত উল্লাহ বলেন, আমার এ কৃতিত্বের জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়, বান্দরবান জেলার পুলিশ সুপার মহোদয়,লামা থানার অফিসার ইনচার্জ মহোদয়, লামা থানার কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য ও সহকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, ইনশাআল্লাহ্ ভবিষ্যতের দিনগুলোতেও চিন্তা-চেতনায় উত্তম ও প্রশংসনীয় কাজ করার আন্তরিক সদিচ্ছা, সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com