সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশের জাতীয় হকি দল টানা দুই ম্যাচে দারুণ জয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুর্দান্ত খেলে শ্রীলঙ্কাকে হারিয়ে লক্ষ্য পূরণের আনন্দে আত্মহারা বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে হারিয়ে একটু এগিয়ে যাওয়া।
মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের লাল-সবুজ জার্সিধারীরা। এতে করে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে জিমি-মিমোদের। বাংলাদেশ প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে জিতলে গ্রুপসেরা হবে তারা।
পরপর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষে থাকা বাংলাদেশ বাছাইয়ের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। একই সঙ্গে পকেটে পুরেছে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকেট। বাইলজ অনুযায়ী বাছাই থেকে ছয় দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।
গোলহীন প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নারে এগিয়ে যায় বাংলাদেশ। ২২তম মিনিটে পেনাল্টি স্ট্রোকে ব্যবধান দ্বিগুণ করেন খোরশেদুর রহমান।
৪৩তম মিনিটে বিপুল ভারনাকুলার ফিল্ড গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় শ্রীলঙ্কা। কিন্তু ৫২তম মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে ফের ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত শুক্রবারই হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে, তার নিশ্চয়তা নেই। তবে গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই চলছে।