শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, তাজুল ইসলামসহ ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় অবস্থিত ফেমাস জেনারেল হাসপাতালের আয়োজনে হাসপাতালের মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।
হাসপাতালের প্রতিষ্ঠাতা হাজী সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম।
ফেমাস জেনারেল হাসপাতালে স্বত্বাধিকারী আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার মাইনুল হাসান।
সিদ্দিক রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন, শ্রীনগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম, শাহানাজ বেগম, সাধারণ ইউপি সদস্য মোশারফ হোসেন, জাকির হোসেন, সোহাগ মোরল, মাহাবুব, শান্তি রঞ্জন মন্ডল, আব্দুস সালাম,আমীর হোসেন, স্বপন চৌধুরী।