বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: দখল, দূষণ আর ভূমি দস্যুদের থাবায় মৃত প্রায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর-গোয়ালী মান্দ্রা খাল। যে খালটি দিয়ে এক সময় লঞ্চ, পালতোলা নৌকা, মালামাল আনা নেয়ার কাজে দারটানা (গয়না)।
শুধু তাই নয় দক্ষিণ বঙ্গ থেকে যারা রাজধানী ঢাকায় যেতো তারা লঞ্চ, ইস্টিমার যোগে পদ্মা নদী পার হয়ে শ্রীনরের ভাগ্যকুল স্টিমারঘাটে নামতে। সেখান
থেকে নৌযোগে শ্রীনগর আসতো। পরে শ্রীনগর থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল গিয়ে পৌছতো।