শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ নিয়ে উত্তেজনার ঘটনার রেশ ধরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রীনগর ও সিরাজদিখানে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
শ্রীনগর ও সিরাজদিখানে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, বিজিবির সাথে ১ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। তিনি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা গ্রহন করবেন। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার জানান, সিরাজদিখান ও শ্রীনগরের পথে ১ প্লাটুন বিজিবি ইতোমধ্যে রওনা করেছে। তারা এখানে এসে পৌছালে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে পরিকল্পনা নির্ধারণ করা হবে।