বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর, মুন্সীগঞ্জ থেকে:: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
রবিবার (২১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভালবাসায় মুগ্ধ হয়েছেন।
এ সময় তিনি নেতাকর্মিদের উদ্দেশ্য বলেন, আপনারা দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকতে পারি। যে আশা নিয়ে আপনারা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, আমি চেষ্টা করব শ্রীনগর উপজেলা আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও সু-সংঘটিত করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রীনগর উপজেলা থেকে নৌকা মার্কাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দিতে।