শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে শোক র্যালির আয়োজন করা হয়। র্যালীতে প্রধান অতিথী হিসেবে অংশ গ্রহন করেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি, চৌধুরী।
সোমবার দুপুরে এম রহমান শপিং কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে শ্রীনগর সদর বাজার সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে অন্যান্যদের মাঝে অংশ গ্রহন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর, পাটাভোগ ইউপির চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্যামসিদ্ধি ইউপির চেয়ারম্যান জিএস নাজির হোসেন, রাঢ়ীখাল ইউপির জেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, হাসাড়া ইউপির চেয়ারম্যান সোলায়মান খান, বীরতারা ইউপির চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, বাঘড়া ইউপির চেয়ারম্যান আবু আল নাসের তানজিল।
এ ছাড়াও যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রীনগর এম রহমান কমপ্লেক্সে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।