সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে র্যাবের অভিযানে ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৯ মে) আনুমানিক রাত সাড়ে ১০টার তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে রফিক ফকিরের বাড়ীর সামনে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক রাত পৌনে ১২টার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীদেরকে অবৈধ মাদকদ্রব্য ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ০৭ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৮৩,০০০ (তিরাশি হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাজু ওরফে ওসমান গনি (২৬), সায়মন সিফাত (২২) ও নূর হোসেন (২৪)।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।