বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার কৃতরা মাদক কারবারি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর গ্রামের নিতাই দাসের ছেলে গোবিন্দ দাস (২৮)।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১০। বৃহস্পতিবার উপজেলার বালাশুর বউ বাজার এলাকা থেকে ৬ গ্রাম হেরোইন সহ মাদক মামলার আসামী গোবিন্দ দাসকে আটক করে শ্রীনগর থানায় দিয়ে যায়। শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।