শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:: বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক ভিটা শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে উন্মুক্ত ক্যানভাসে গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছে প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম।
২দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে শনিবার দিন ব্যাপী সংগঠনটি স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ গেইটে সাদা ক্যানভাসে গণস্বাক্ষর গ্রহন করে।
এসময় তাদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিতে প্রতি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। তার প্রতিশ্রুতি বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলার বিশ্ব বিদ্যালয়টি যেন এখানে প্রতিষ্ঠা করা হয় এই দাবী জানিয়ে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শ্রীনগর-লৌহজং-দোহার উপজেলার ছাত্র-ছাত্রীদের সামাজিক সংগঠন প্রমায়ণ এই কর্মসূচী হাতে নেয়।
সংগঠনটির সদস্যরা জানান, কর্মসূচীর প্রথম দিন শনিবার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩শ জন স্বাক্ষর করেছেন। রবিবারও একই স্থানে দিনব্যাপী এই কর্মসূচী চলবে।