শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুখেন ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদক।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের অসহায়, দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগ সভাপতি ও পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমিজ বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী আছিয়া আক্তার রুমু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অধির চন্দ্র দত্ত, সহ সভাপতি প্রদীপ কুমার সাহা, কাজল দাস, যুগ্ম সাধারন সম্পাদক সুমন দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি নিরঞ্জন চন্দ্র ঘোষ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।