সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, (শ্রীনগর মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ ও তাঁর অবিলম্বে মুক্তিসহ হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফ হোসের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সাবেক সাধারন সম্পাদক অধির রাজবংশী, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহাবাৎ, ভাগ্যকুল লাইব্রেরী ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, সাধারন সম্পাদক আব্দুর রহমানসহ শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।