বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা জাতীয় শ্রমীক লীগের উদ্যোগে নবগঠিত কমিটির সভাপতি দেলোয়ার খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল সাহরীয়ার সঞ্চালনার বেজগাও নাইওরি কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ এরফান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ আল-মামুন, সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃশফিকুল ইসলাম লিটন, শহিদুল ইসলাম স্বাধীন, আমীর হোসেন প্রমুখ।