শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

শ্রীনগরে শিক্ষার্থীদের সাথে যৌনহয়রানি ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বসু ইন্সটিটিউশন ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৯ টায় শ্রীনগর উপজেলা রাঢ়ীখাল ইউনিয়নে অবস্থিত স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে ওই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেনকে অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত অর্ধশত শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ পত্র শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর নিকট হস্তান্তর করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী অভিযুক্ত শিক্ষকের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে প্রবেশ করে। লিখিত অভিযোগে শিক্ষার্থীরা, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন শ্রেণী কক্ষে ছাত্রীদের স্পর্শ কাতর স্থানে হাত দেওয়া, কুরুচিপূর্ণ কথা বলে, অকথ্য ভাষা ব্যবহার করে, যৌন হয়রানী মূলক আচরণ করে, অসামাজিক কথাবার্তা ও অশালীন আচরণের একাধিক অভিযোগ আনে।

এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্যার আমাদের যৌনহয়রানির চেষ্টা করে, এছাড়া ছাত্রীদের সাথে অসভ্য আচরণ তার নিয়মিত বিষয়। আমরা অধ্যক্ষ কাছে একাধিকবার অভিযোগ দিয়েছি। তিনি কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেনকে বিদ্যালয় থেকে অপসারণ করা না হলে আমরা এ স্কুল থেকে ছাড়পত্র নিয়ে অন্য স্কুলে লেখাপড়া করব।

অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন কাছে জানতে চাইলে বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সঠিক না, আমি লিখিত আকারে অধ্যক্ষ কে জানিয়েছি। স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ অধ্যক্ষ মোঃ ফরহাদ আজিজ জানান তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com