রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে র্যাবের বিশেষ অভিযানে দেশীয় কাটাবন্দুকসহ মোঃ রুবেল মাঝি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাত সোয়া ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শ্রীনগরের আলামিন বাজার এলাকায় এক ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করিতেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে দেশীয় তৈরী কাটা বন্দুক ও ০২ রাউন্ড সিসা বল কাতুর্জ ও একটি মোবাইল ফোন সহ মোঃ রুবেল মাঝি (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, রুবেল মাঝি দীর্ঘদিন যাবৎ শ্রীনগর সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় অস্ত্র ব্যবসার সক্রিয় সদস্য বলে জানা যায়।
এবিষয়ে অপরাধীর বিরুদ্ধে শ্রীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।