শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ের পরিচলনা পরিষদের নির্বাচন সম্পন্ন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রুসদী উচ্চ বিদ্যালয়ের পরিষদ কমিটি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সাধারণ অভিভাভক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহন করেন।

অভিভাবক সদস্য পদে ৩১৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন আব্দুল মঈম কমল, ২৭৭ ভোট পেয়ে দ্বিতীয় ফরহাদ হোসেন পেল্টু, ২৭১ ভোট পেয়ে তৃতীয় মাহাবুবুর রহমান হারুন ও ২৬৬ ভোট পেয়ে চতুর্থ হন সোহেল সেজাল।

অপরদিকে, দাতা সদস্য পদে আব্দুল কুদ্দুস শেখ ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন। প্রাপ্ত ফলাফল ঘোষনা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ।

এর আগে শনিবার সকাল ১০ টায় রুসদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। ৫৯৮ জন অভিভাবক ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া ৩৫ জন দাতা ভোটার তাদের পছন্দের দাতা সদস্য প্রার্থীকে ভোট দেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আরমিন আক্তার বিজয়ী হন।

শনিবার নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন তন্তর ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আজিজুল হক দুলালসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাক্তন ছাত্রবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com