বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপি, জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় এ শান্তি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয।
উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, আওয়ামী লীগ নেতা শাহ আলম খান, হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, জেলা যুবলীগ নেতা স্বপন রায়, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিক ইসলাম,
যুবলীগ নেতা নাজমুল তালুকদার, আতাহার হোসেন, সাজেদুল আলম ওপেল, জাকির হোসেন, মোঃ মহাসিন রেজা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃনমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।