শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে মোবাইল কোর্টে ৫ জনকে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলার বাঘড়া বাজার ও আলআমিন বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন অপরাধের কারণে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের আদালত ৫ জনকে জরিমানা করে তাদের কাছ থেকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান নিষেধাজ্ঞার সময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।